প্রকাশ: ৮ জুন ২০২০, ২১:৩৪
করোনায় জীবন দিলেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কনস্টেবল মো. আলমগীর হোসেন। সোমবার (৮ জুন) দুপুরে এক ক্ষুদেবার্তার মাধ্যমে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ সদর দফতর।পুলিশ সদর দফতরের সহকারী মহাপরিদর্শক (এআইজি-মিডিয়া) মো. সোহেল রানা বিষয়টি নিশ্চিত করেন।তিনি বলেন, এ পর্যন্ত করোনাযুদ্ধে শহীদ হলেন ১৯ পুলিশ সদস্য।
করোনাভাইরাস (কোভিড-১৯) পজিটিভ হওয়ায় তিনি গত কয়েকদিন ধরে রাজারবাগের কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। রোববার দিবাগত রাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।