নারায়ণগঞ্জ স্বাস্থ্য বিভাগের তথ্য মতে গত ২৪ ঘণ্টায় ৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মোট মৃত্যুর সংখ্যা ৮৯। এছাড়া, ২৪ ঘণ্টায় আরও ৯৪ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এনিয়ে নারায়ণগঞ্জে মোট আক্রান্তের সংখ্যা দাড়াঁলো ৩ হাজার ৫৯৪। সোমবার নারায়ণগঞ্জ সিভিল সার্জন অফিস এ তথ্য নিশ্চিত করেন।গতকাল রবিবারের তথ্য মতে, নারায়ণগঞ্জে মোট আক্রান্তের সংখ্যা ছিল ৩৫০০। মোট সুস্থ ৯১০জন। মোট মৃত্যু ৮৫।
আজ সোমবার স্বাস্থ্য বিভাগের দেয়া তথ্যানুসারে, গত ২৪ ঘণ্টায় (৭ জুন সকাল ৮টা হতে ৮ জুন সকাল ৮টা পর্যন্ত) এ জেলায় নতুনভাবে আক্রান্ত হয়েছেন ৯৪ জন, মোট আক্রান্ত ৩৫৯৪ জন। নতুন কোন সুস্থের তথ্যও নেই, মোট সুস্থ ৯১০ জন। আরও ৪ জনসহ মোট মৃত্যু ৮৯ জন।এলাকা ভিত্তিক এ পর্যন্ত প্রাণ হারিয়েছে আড়াইহাজার উপজেলায় ২, বন্দর উপজেলায় ২, সিটি করপোরেশন (এনসিসি) এলাকায় ৫৩, রূপগঞ্জ উপজেলায় ২, সদর উপজেলায় (ফতুল্লা, সিদ্ধিরগঞ্জ ও সদর থানা) ১৮, সোনারগাঁও উপজেলায় ১২ জন। পুরো জেলায় ৮৯ জন।
নতুন তথ্যানুসারে এলাকা ভিত্তিক আক্রান্তের সংখ্যা হলো- আড়াইহাজার উপজেলায় ৩১৭, বন্দর উপজেলায় ১০৮, সিটি করপোরেশন (এনসিসি) এলাকায় ১৩২৬, রূপগঞ্জ উপজেলায় ৫৬০, সদর উপজেলায় (ফতুল্লা, সিদ্ধিরগঞ্জ ও সদর থানা) ৯৯৭ ও সোনারগাঁও উপজেলায় ২৮৬ জন। পুরো জেলায় ৩৫৯৪ জন।
এলাকা ভিত্তিক সুস্থের সংখ্যা হলো- আড়াইহাজার উপজেলায় ৪৭, বন্দর উপজেলায় ১৯, সিটি করপোরেশন (এনসিসি) এলাকায় ৫১৩, রূপগঞ্জ উপজেলায় ১০, সদর উপজেলায় (ফতুল্লা, সিদ্ধিরগঞ্জ ও সদর থানা) ২৯৩ ও সোনারগাঁও উপজেলায় ২৮ জন। পুরো জেলায় ৯১০ জন।