ঘাতক করোনা প্রাণ কেঁড়ে নিলো আরও এক চিকিৎসকের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: বৃহঃস্পতিবার ৪ঠা জুন ২০২০ ০১:৫৯ পূর্বাহ্ন
ঘাতক করোনা প্রাণ কেঁড়ে নিলো আরও এক চিকিৎসকের

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ইব্রাহিম মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের অধ্যাপক ডা. মো. মহিউদ্দিন। বুধবার (৩ জুন) সন্ধ্যায় রাজধানীর হলি ফ্যামিলি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ইব্রাহিম মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ এবং বর্তমানে উপদেষ্টা অধ্যাপক ডা. জালালউদ্দিন আশরাফুল হক এ তথ্য নিশ্চিত করেন।

গত ১৪ দিন ধরে ডা. মো. মহিউদ্দিন নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ছিলেন। সোমবার (১ জুন) শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ভেন্টিলেশনে নেওয়া হয়।

ডা. জালালউদ্দিন আশরাফুল হক বলেন, ২৪ দিন আগে অধ্যাপক ডা. মো. মহিউদ্দিন কোভিড আক্রান্ত হন। তারপর তাকে হলি ফ্যামিলি হাসপাতালে ভর্তি করা হয়। প্রথম কেবিনে ছিলেন। তারপর অবস্থা একটু খারাপ হওয়ায় আইসিইউতে নেওয়া হলো। সেখানে পরশু রাতে অবস্থা আরও খারাপ হওয়ায় তাকে ভেন্টিলেশন দেওয়া হয়। কিন্তু সেখান থেকে আর ব্যাক করলেন না।

প্রয়াত ডা. মো. মহিউদ্দিন চট্টগ্রাম মেডিকেল কলেজের ১৭তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন।

এর আগে, আজ সকালে করোনায় আক্রান্ত হয়ে মারা যান দেশের আরেক চিকিৎসক চট্টগ্রামের মেরিন সিটি মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক (মিডিসিন) ডা. এহসান। দুপুর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাকালে তার মৃত্যু হয়।

আজ করোনায় মোট তিন জন চিকিৎসকের মৃত্যু হয়েছে এবং এ পর্যন্ত ১৫ জন চিকিৎসক করোনায় মারা গেছেন ।