প্রকাশ: ৪ জুন ২০২০, ৬:২২
করোনাক্রান্ত বাবার আদর পেতে কাঁদছে এক বছরের অবুঝ শিশু। বাবাকে দেখলেই চলে আসে এক বছর ১০ দিনের শিশু সন্তান। নরম হাতে শক্ত করে জানালার গ্রিল ধরে পা পা বলে ডাকছে। কিন্তু কোলে নিয়ে আদর দিচ্ছেন না বাবা। আর আদর না পেয়ে গ্রিল ধরেই সারাক্ষণ কাঁদতে থাকে অবুঝ শিশুটি। এমনই এক দৃশ্য সাংবাদিক মঞ্জুর রহমানের ঘরে।
মঞ্জুর রহমান বেসরকারি টেলিভিশন ইনডিপেনডেন্টের মানিকগঞ্জ প্রতিনিধি। ২৪ মে তার করোনা পজিটিভ ধরা পড়ে। এরপর থেকেই তিনি হোম কোয়ারেন্টাইনে রয়েছেন।