প্রকাশ: ৯ মে ২০২০, ১৬:৩৪
এবার করোনাভাইরাসে আক্রান্ত হলেন আফগানিস্তানের স্বাস্থ্যমন্ত্রী ফিরোজউদ্দিন ফিরোজ। গতকাল শুক্রবার (৮ মে) আফগান স্বাস্থ্যমন্ত্রালয়ের সূত্রে ফিরোজের কোভিড-১৯ সংক্রমণের খবর নিশ্চিত করা হয়েছে। আফগানিস্তানে গত ২৪ ঘণ্টায় নতুন করে ২১৫ জনের করোনা সংক্রমণ ধরা পড়েছে। তাদের মধ্যে দেশটির স্বাস্থ্যমন্ত্রী একজন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, নাকি বাড়িতেই চিকিত্সাধীন, সে বিষয়ে পরিষ্কার করে কিছু জানানো হয়নি।
সূত্রের খবর, গত ১৯ এপ্রিল আফগানিস্তানের প্রেসিডেন্সিয়াল প্যালেসের ২০ কর্মীর করোনা সংক্রমণ ধরা পড়ে। তারপরেই প্রেসিডেন্টের প্যালেসের সকল কর্মী ও কর্মকর্তাদের নমুনা সংগ্রহের ব্যবস্থা করে স্বাস্থ্যমন্ত্রালয়। যদিও সেখানে আর কারও ভাইরাস সংক্রমণ ধরা পড়েনি।