প্রকাশ: ৮ মে ২০২০, ১৮:৫৪
প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সৌদি আরবে আরও ৯ প্রবাসী বাংলাদেশি মারা গেছে। এ নিয়ে সৌদিআরবে করোনায় প্রাণ গেল ৬৪ বাংলাদেশির।রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব (প্রেস) মো: ফখরুল ইসলাম জানান, সৌদিতে মৃত্যুবরণকারী ৬৪ জনের মধ্যে রিয়াদে (দূতাবাসের অধীক্ষেত্র , পুর্বাঞ্চল) ৯ জন এবং জেদ্দা (কনসুলেটের অধীক্ষেত্র, পশ্চিমাঞ্চল) ৫৫ জন।