প্রকাশ: ২৯ এপ্রিল ২০২০, ১৮:৩১
নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় ১দিনে ১৬ জনের দেহে করোনা রোগী সনাক্ত হয়েছে। এনিয়ে জেলায় মোট আক্রান্ত ১৭ জন। আক্রান্ত মধ্যে রানীনগর উপজেলায় ৫ জন, সাপাহারে ২জন, মহাদেবপুরে ২জন, পোরশা ১জন, মান্দা ২জন, এবং আত্রাইয়ে ৩জন। বুধবার (২৯ এপ্রিল) সকালে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন নওগাঁ জেলা প্রশাসক হারুন- অর- রশিদ।
এরপর তার সংস্পর্শে আসা ৬০ জনের নমুনাসহ নওগাঁ থেকে ২২২টি নমুনা সংগ্রহ করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাবে পাঠানো হয়। এরমধ্যে রানীনগর উপজেলার আক্রান্ত ওই নার্সের স্বামি সন্তানসহ একই পরিবারের ৫ জনের করোনা পজেটিভ সনাক্তসহ ১৬ জনের করোনা সনাক্ত হয়।তিনি আরও জানান, নওগাঁ থেকে এ পর্যন্ত মোট ৭৮৩ জনের নমুনা পাঠানো হয়। এরমধ্যে ৫১৫ জনের রিপোর্ট এসেছে যার মধ্য ১৭ জনের পজেটিভ আছে।এবং বাকী ২৬৮ জনের রিপোর্ট এখনো অপেক্ষায় আছে।
ইনিউজ ৭১/ জি.হা