প্রকাশ: ২৯ এপ্রিল ২০২০, ১৬:৩৯
রংপুর মেডিকেল কলেজে গত ২৪ ঘন্টায় ১৮৮ জনের নমুনা পরীক্ষা হয়েছে। এতে পাঁচ জেলায় করোনা শনাক্ত হয়েছে ৫ জনের।আক্রান্তদের মধ্যে রয়েছেন ঠাকুরগাঁওয়ের হরিপুরের একজন, গাইবান্ধার পলাশবাড়ীর একজন, লালমনিরহাটের আদিতমারীর একজন, কুড়িগ্রাম সদরে একজন ও নীলফামারী কিশোরগঞ্জের একজন।
রংপুর মেডিকেল কলেজে করোনা শনাক্তে পিসিআর মেশিন স্থাপন করা হয় গত ২ এপ্রিল। এরপর থেকে ২৮ এপ্রিল পর্যন্ত ২,৬৩৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখানে এখন পর্যন্ত ১০৪ জন করোনা রোগী শনাক্ত হয়েছে।