বরিশালে কোয়ারেন্টাইন থেকে পালালেন প্রবাসী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: রবিবার ১৫ই মার্চ ২০২০ ০৮:২৯ অপরাহ্ন
বরিশালে কোয়ারেন্টাইন থেকে পালালেন প্রবাসী

বরিশালে কোয়ারেন্টাইন থেকে এক প্রবাসী এখন ‘কনসেলমেন্টে’। বরিশালে হোম কোয়ারেন্টাইনে থাকা এগারো জনের মধ্যে এই এক প্রবাসীকে খুঁজে পাচ্ছেন না স্বাস্থ্য কর্মকর্তারা। রোববার (১৫ মার্চ) দুপুরে বরিশালের সিভিল সার্জন ডা. মোঃ মোনোয়ার হোসেন এ তথ্য জানান।

তিনি জানান, বরিশালের বাকেরগঞ্জ উপজেলার নিজ বাড়িতে হোম কোয়ারেন্টাইনে ছিলেন এক প্রবাসী। শনিবার (১৪ মার্চ) থেকে নিজ বাড়িতে না থেকে আত্মগোপনে রয়েছেন তিনি। কোথায় আছেন সে ব্যাপারে স্পষ্টভাবে তথ্য দিচ্ছে না তার পরিবারও। 

তবে বিভিন্ন সূত্র থেকে পাওয়া তথ্য অনুসারে, পটুয়াখালীতে থাকতে পারে বলে ধারণা করছে সিভিল সার্জন অফিস। আজ জেলা প্রশাসকের দপ্তরে নির্ধারিত একটি মিটিংয়ে আলোচনায় ওঠে আসে বিষয়টি। সিভিল সার্জন বলেন, ঐ প্রবাসী যদি সেচ্ছায় ফিরে না আসেন তাহলে প্রয়োজনে পুলিশের সহায়তা নেয়া হবে। যেকোনোভাবেই তার কোয়ারেন্টাইন নিশ্চিত করা হবে।

পালিয়ে যাওয়া ওই প্রবাসীর বাড়ি বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার চরামদ্দি ইউনিয়নে। ১০ মার্চ তিনি সৌদি থেকে ঢাকায় আসেন। ১১ মার্চ তিনি নিজ বাড়িতে পৌঁছান। ১৩ মার্চ থেকে তার কোয়ারেন্টাইন শুরু হলে ১৪ মার্চ তিনি স্বাস্থ্য বিভাগকে না জানিয়ে আত্মগোপন করেন।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব