করোনা থেকে বাঁচতে আল্লামা শফীর ৫টি পরামর্শ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: মঙ্গলবার ১০ই মার্চ ২০২০ ১০:৫২ অপরাহ্ন
করোনা থেকে বাঁচতে আল্লামা শফীর ৫টি পরামর্শ

প্রাণঘাতী করোনাভাইরাস থেকে বাঁচতে বাংলাদেশের জনগণের জন্য ‘কোরআন-সুন্নাহর’ আলোকে পাঁচটি পরামর্শ দিয়েছেন হেফাজতে ইসলামের আমীর শাহ আহমদ শফী। মঙ্গলবার (১০ মার্চ) হেফাজতে ইসলামের প্রচার সম্পাদক আনাস মাদানি সংবাদ বিজ্ঞপ্তিতে আহমদ শফীর এই পাঁচটি পরামর্শের বিষয় জানিয়েছেন।

প্রথম: ধৈর্যধারণ, আল্লাহর উপর বিশ্বাস আরো সুদৃঢ় করা এবং আল্লাহর কা‌ছে ক্ষমা প্রার্থনা করা।

দ্বিতীয়ত: বুখারি শরীফের ৫৩৯৬ নম্বর হাদিস আমলে নিয়ে কোথাও মহামা‌রি কিংবা সংক্রমণব্যাধি দেখা দি‌লে ওই জায়গায় গমন ও প্রস্থান ‌বিষ‌য়ে সতর্কতা এবং প্র‌য়োজনে কড়াক‌ড়ি আরোপ করা।

তৃতীয়ত: মস‌জি‌দে ও ঘ‌রে সম্মিলিত কিংবা একা‌কী দোয়ার আমল করা। আল্লাহর কাছে সমস্ত অপরাধ ও পাপ থে‌কে ক্ষমা চাওয়া এবং ক‌রোনাভাইরাসসহ সকল প্রকার রোগ থে‌কে প‌রিত্রাণ চাওয়া। এর কারণ হিসেবে শফী বলেছেন, ‌কান্না‌ বিজ‌ড়িত দোয়া আল্লাহর আজাব কমা‌তে পা‌রে।

চতুর্থ: প্রত্যেক মস‌জি‌দে বুধবার (১১ মার্চ) ফজর থে‌কে কুনু‌তে না‌জেলা পড়া। এই পরামর্শ দিয়ে শফী বলেছেন, আর‌বের বি‌ভিন্ন দে‌শের মানুষ মস‌জি‌দে যা‌চ্ছে না। জুমার নামাজে অংশ নি‌চ্ছে না। এটা অনু‌চিত ও গ‌র্হিত কাজ। যে আল্লাহ এই রোগ দি‌য়ে‌ছেন, তার কা‌ছেই মু‌ক্তি চাওয়াই প্রকৃত মু‌মি‌নের কাজ। তাই মস‌জি‌দে মস‌জি‌দে কুনু‌তে না‌জেলার আমল করা হোক।

পঞ্চম: আহমদ শফী সুন্নাহসম্মতভাবে নিজেকে সবসময় পরিচ্ছন্ন রাখা, জীবানুমুক্ত রাখা, দুই হাত সবসময় ধোয়ার পরামর্শ দিয়েছেন। ময়লা-আবর্জনার মাধ্যমে কোন ব্যাধি যেন না ছড়ায় সে‌দি‌কে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের কথাও বলেছেন তিনি।

করোনা ভাইরাসের বিষয়ে শফীর মত হচ্ছে- বান্দা‌দের পরীক্ষা করতে বি‌ভিন্ন সময় আল্লাহ এমন ক‌রে থাকেন। মহা‌মা‌রি কিংবা ভাইরাস নতুন কিছু ন‌য়। বি‌ভিন্ন শতা‌ব্দীতে বিশ্বব্যাপী এমন ভাইরাস ছড়ি‌য়ে প‌ড়ে‌ছিল। রাসূলের সম‌য়েও এমন মহামা‌রি হয়ে রোগ ছ‌ড়ি‌য়ে‌ছিল। মানবতার মু‌ক্তির দূত রাসূল এর সমাধানও দি‌য়ে গে‌ছেন।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব