বিশ্বজুড়ে ত্রাস তৈরি করা করোনাভাইরাস (কভিড-১৯) হানা দিয়েছে বাংলাদেশেও। এরই মধ্যে এ ভাইরাসে আক্রান্ত তিন বাংলাদেশি শনাক্ত করা হয়েছে। এই তথ্য গণমাধ্যমে প্রকাশের পর দেশজুড়ে ছড়িয়ে পড়েছে আতঙ্ক।
কভিড-১৯ নামে এ ভাইরাস নির্মূলের প্রতিষেধক কোনো ওষুধ বিশ্বের কোথাও আবিস্কার না হওয়ায় সর্বত্র নেওয়া হচ্ছে প্রতিরোধমূলক ব্যবস্থা। ওষুধের দোকানগুলোতে জীবাণুনাশক স্যানিটাইজারের জন্য ছিল উপচে পড়া ভিড়। মার্কেট থেকে প্রায় উধাও হয়ে গেছে নাক ও মুখের সুরক্ষার মাস্ক এবং হ্যান্ড স্যানিটাইজার ও হেক্সিসল হ্যান্ড রাব। ব্যাপক হারে বিক্রি হচ্ছে জ্বর মাপার থার্মোমিটার, হ্যান্ডওয়াশ, টিস্যু পেপার।
এই পরিস্থিতিতে বসে নেই ফুটপাতের ‘অতিমেধাবী’ চিকিৎসক ও কবিরাজরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে এমনই এক উদ্ভাবকের করোনার প্রতিষেধকের একটি ব্যানার ভাইরাল হয়েছে। এতে দেখা যায়, রাজধানীর ফুটপাতে বসা এক ব্যক্তি পোস্টার ঝুলিয়ে করোনাভাইরাসের প্রতিষেধক বিক্রি করছেন। তবে ওই ব্যক্তি নাম পরিচয় জানা যায়নি। তবে অনেকেই ছবিটি শেয়ার করছেন।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।