করোনা: ১৫০ দিন পর চারশর নিচে শনাক্ত

নিজস্ব প্রতিবেদক
বিশেষ প্রতিবেদক - স্বাস্থ্য বিভাগ
প্রকাশিত: শুক্রবার ১৫ই অক্টোবর ২০২১ ০৬:২২ অপরাহ্ন
করোনা: ১৫০ দিন পর চারশর নিচে শনাক্ত

পাঁচ মাস পর শনাক্ত চারশর নিচে নেমেছে। দেশে করোনাভাইরাসে এক দিনে ৩৯৬ জন নতুন রোগী শনাক্তের খবর দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। যা পাঁচ মাসে সর্বনিম্ন। এর আগে গত ১৬ ফেব্রুয়ারি এর চেয়ে কম রোগী শনাক্তের খবর এসেছিল। সেদিন ২৪ ঘণ্টায় ৩৬৩ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়ার খবর দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর।


করোনাভাইরাসে একদিনে আরো ৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট প্রাণহানি হলো ২৭ হাজার ৭৪৬ জনের। এর আগে গত ৮ অক্টােবর সাত মাসের মধ্যে সবচেয়ে কম ৭ জনের মৃত্যুর তথ্য জানিয়েছিলো স্বাস্থ্য অধিদপ্তর।


এ নিয়ে দেশে এক দিনে মারা যাওয়া কোভিড রোগীর সংখ্যা এক সপ্তাহ পর টানা দুইদিন আবারও দশের নিচে নেমে এসেছে। গতকালও ৭ জনের মৃত্যুর হয়েছিল।

শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তির তথ্য মতে, একই সময়ে ৮২১ টি ল্যাবে ২৪ ঘণ্টায় ১৮ হাজার ৯৮০ নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ৩৯৬ জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২ দশমিক ০৯ শতাংশ।


এর আগে গত ৯ অক্টোবর ৫ মাস পর শনাক্ত রোগীর সংখ্যা পাঁচশর নিচে নেমে এসেছিল। ১১ অক্টোবর আবার তা পাঁচশ ছাড়ায়। গতকালও ৪৬৬ জনের শনাক্তের খবর দেয় স্বাস্থ্য অধিদপ্তর।


এ নিয়ে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৫ লাখ ৬৪ হাজার ৮৮১ জনে। সুস্থ হয়েছেন আরো ৫২৩ জন। এ নিয়ে মোট সুস্থ ১৫ লাখ ২৬ হাজার ৮৯১ জন। গত ১৬ মে’র পর দৈনিক সংক্রমণের এটাই সর্বনিম্ন সংখ্যা। ১৬ মে ৩৬১ রোগী শনাক্তের খবর এসেছিল। দেশে সাড়ে ছয় মাস পর দৈনিক শনাক্তের হার গত ২১ সেপ্টেম্বর ৫ শতাংশের নিচে নামে। জুলাই মাসে তা ৩০ শতাংশ ছাড়িয়ে গিয়েছিল।


বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত বছরের ৮ মার্চ। গত ৩১ অগাস্ট তা ১৫ লাখ পেরিয়ে যায়। এর আগে ডেল্টা ভ্যারিয়েন্টের ব্যাপক বিস্তারের মধ্যে ২৮ জুলাই দেশে রেকর্ড ১৬ হাজার ২৩০ জন নতুন রোগী শনাক্ত হয়।


প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর গত বছরের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। ২৯ অগাস্ট তা ২৬ হাজার ছাড়িয়ে যায়। তার আগে ৫ অগাস্ট ও ১০ অগাস্ট ২৬৪ জন করে মৃত্যুর খবর আসে, যা মহামারীর মধ্যে এক দিনের সর্বোচ্চ সংখ্যা।