
প্রকাশ: ৯ জানুয়ারি ২০২০, ২:১২

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) নির্বাচনে জাতীয় পার্টি (জাপা) মনোনীত মেয়র পদপ্রার্থী হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন প্রতিদ্বন্দ্বিতা করছেন। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বিকেলে নির্বাচন ভবনে এ তথ্য জানান জাতীয় পার্টির কো-চেয়ারম্যান এ বি এম রুহুল আমিন হাওলাদার। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে জাপা এ সিদ্ধান্ত নিল।
রুহুল আমিন হাওলাদার বলেন, ‘আমি এইমাত্র খবর পেলাম নির্বাচনে আমরা থাকব। আমরা চেষ্টা করে যাব শান্তিপূর্ণ সহাবস্থানে থেকে নির্বাচনটা কীভাবে সমাপ্ত করা যায়।’ ঢাকা উত্তর সিটি নির্বাচনে মেয়র পদে জাপার কোনো প্রার্থী নেই। কেবল দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে একজন মনোনয়নপত্র জমা দিলেও তাদের লোকজনই জানান, তা প্রত্যাহার করা হতে পারে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, আওয়ামী লীগের সঙ্গে বৈঠক শেষে জাপা সিদ্ধান্ত নেয়, দক্ষিণ সিটির মেয়র পদে তাদের প্রার্থী মিলন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। যখন এ সিদ্ধান্ত হয়, তখন রুহুল আমিন হাওলাদারের নেতৃত্বে সাত সদস্যের এক প্রতিনিধি দল নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করছিল। বৈঠক শেষে হাওলাদার তা সাংবাদিকদের জানান।
বর্তমান সরকারের বিরোধী রাজনৈতিক দল হয়েও তারা কেন ক্ষমতাসীন দলের সঙ্গে বৈঠক করে সিদ্ধান্ত নেন যে, তাদের প্রার্থী নির্বাচনে অংশ নেবেন কি না- এমন প্রশ্নের জবাবে হাওলাদার বলেন, ‘একে অন্যের সঙ্গে কথা বলব না, এটা তো হতে পারে না। সে সরকারি দল হোক বা আরেকটি রাজনৈতিক দল হোক বা বহু দল হোক, সবার সঙ্গে সবার আলোচনা হবে। সেই আলোচনা করেই আমরা এখানে আছি এবং নির্বাচনে থাকব।’ দক্ষিণে আওয়ামী লীগের হয়ে শেখ ফজলে নূর তাপস ও বিএনপির ইশরাক হোসেন মেয়র পদে লড়ছেন।

ইনিউজ ৭১/এম.আর