
প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০১৯, ১৬:৫১

বিবাহ মানুষের জন্য আল্লাহর বিশেষ নেয়ামত ও রাসুল (সা.) এর গুরুত্বপূর্ণ সুন্নত। মানুষের চারিত্রিক অবক্ষয় রোধে বিয়ে অনুপম হাতিয়ার। আদর্শ পরিবার গঠন, মানুষের জৈবিক চাহিদাপূরণ ও মানবিক প্রশান্তি লাভের প্রধান উপকরণ। বিয়ে ইসলামী শরিয়তের গুরুত্বপূর্ণ একটি বিধান। একজন আদর্শ স্বামী পারে একটি সুখী ও সমৃদ্ধ পরিবার গড়তে। একজন আদর্শ স্বামী পারে দুনিয়া ও আখিরাতের সফলতা অর্জনের লক্ষ্যে সুন্দর একটি পরিবার গড়তে। একজন মুমিন আদর্শ স্বামীর চরিত্রে চারিত্রবান হতে পারেন।

সিলেটে বিয়ের আসরে নিজে ইমামতি করে প্রসংশিত হচ্ছেন বর সৈয়দ সাইদুর রহমান রুহান। সিলেটের কাজলশাহের নবাব রোডের সৈয়দ আব্দুল জলিলের পুত্র রুহান বিয়ের অনুষ্ঠানে ষ্টেইজেই তার ইমামতিতে আসরের নামায আদায় করেন। অদ্য সিলেটের একটি কনভেনশন হলে বিয়ের অনুষ্ঠান ছিল। এরকম একটি ছবি আজ ২৮ ডিসেম্বর শনিবার যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। বিভিন্ন সুত্রে জানা যায়, বর বড়লেখা উপজেলার ইটাউরী গ্রামের সৈয়দ বাড়ির ডাক্তার সৈয়দ আব্দুজ্জলীল সাহেবের ছেলে সৈয়দ ছাইদুর রুহান।

ইনিউজ ৭১/এম.আর