রাজধানীর মিরপুরের কাজিপাড়ায় ট্রাকচাপায় নিহত হয়েছেন মনিপুর স্কুলের এক শিক্ষার্থী।বৃহস্পতিবার (২১ নভেম্বর) রাত ১২টার দিকে মিরপুরের কাজিপাড়ায় ট্রাকচাপায় নিহত হন মনিপুর স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী শেখ সোহেলী।প্রত্যক্ষদর্শীরা জানান, দাওয়াত খেয়ে বন্ধুর সঙ্গে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন এ শিক্ষার্থী। রাত ১২টার দুকে মিরপুরের কাজিপাড়ায় ভাঙ্গা সড়কে ট্রাককে সাইড দিতে গিয়ে মোটরসাইকেল থেকে পড়ে যান সোহেলী। এ সময় ট্রাকটি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই মারা যান শেখ সোহেলী।স্থানীয়রা ট্রাকটি জব্দ করলেও পালিয়ে যান ট্রাক ড্রাইভার।রাস্তাটি ভাঙ্গা ও সরু হওয়ায় এ দুর্ঘটনা ঘটতে পারে বলে ধারনা করছে পুলিশ।