
প্রকাশ: ১৭ নভেম্বর ২০১৯, ২২:১৭

রানাঘাট অতীত। রানু মণ্ডল বর্তমানে কাজের প্রয়োজনে বেশির ভাগ সময়ই মুম্বাই থাকেন। টাইমলাইনে থাকতে তাকে সবসময় ফিটফাট থাকতে হয়। সোজা কথায় গ্ল্যামার ইন্ডাস্ট্রির সঙ্গে জড়িত যখন, তখন চেহারায় মাজাঘষা তো করতেই হবে। দরকার মেকওভারেরও। রানু মণ্ডলের ক্ষেত্রেও তার বর্তায় ঘটেনি।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব