
প্রকাশ: ১৬ নভেম্বর ২০১৯, ২০:২৪

অদ্য ১৬ নভেম্বর ২০১৯ তারিখ রাত ২টার সময় বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশান টেকনাফ কর্তৃক একটি বিশেষ অভিযান পরিচালনা করে একটি শপিং ব্যাগে থাকা ১০ পিস হাজার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী হামিদ হুসেন(৩০) কে আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে সেন্টমার্টিন্সের ছেড়াদ্বীপ এলাকায় উক্ত অভিযান পরিচালনা করা হয়। উল্লেখ্য, আটককৃত মাদক ব্যবসায়ী কক্সবাজার জেলার টেকনাফ থানার দমদমিয়ার মৃত কাছিমের ছেলে।
কোস্ট গার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লেঃ শাহ জিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী জানায় দীর্ঘদিন ধরে সে মাদক ব্যবসার সাথে জড়িত। জব্দকৃত ইয়াবাগুলো মায়ানমার হতে বাংলাদেশে বিক্রির উদ্দেশ্যে নিয়ে আসছিল। আটককৃত মাদক ব্যবসায়ী ও জব্দকৃত ইয়াবা পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।
ইনিউজ ৭১/এম.আর
