
প্রকাশ: ১৫ নভেম্বর ২০১৯, ২১:৫৬

বিশ্বের ৬৫টি দেশে স্থানীয়ভাবে ভুয়া সংবাদমাধ্যম চালাচ্ছে ভারতীয় গোষ্ঠী। যুক্তরাষ্ট্র, কানাডা, ব্রাসেলস, জেনেভাসহ এসব দেশে ২৬৫টি দেশে ভুয়া নিউজ ওয়েবসাইট নিয়ন্ত্রণের পেছনে আছে ভারতীয় প্রভাবিত নেটওয়ার্ক। ভারতের প্রভাবশালী সংবাদমাধ্যম দ্য হিন্দু জানায়, ইউরোপের একটি এনজিও ডিসইনফোল্যাবের গবেষণায় এই বিষয়টি উঠে আসে। ইউরোপ, ইউরোপীয় ইউনিয়ন ভুক্ত দেশ, সংস্থা ও প্রতিষ্ঠানকে লক্ষ্য করে চালানো গুজব চিহ্নত ও মোকাবিলার কাজ করে এনজিওটি।

আইপি এড্রেস অনুসন্ধান করে দেখা গিয়েছে, অখ্যাত সংবাদমাধ্যম নিউদিল্লি টাইমস এবং ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর নন-এলাইন্ড স্টাডিজ (আইআইএনএস) পরিচালিত হয় শ্রীবাস্তভা গ্রুপ থেকে। এই আইআইএনএসের আমন্ত্রণেই কয়েক সপ্তাহ আগে ইউরোপীয় পার্লামেন্টের ২৭ জন এমপি ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর ভ্রমণ করেন এবং ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করেন।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব