
প্রকাশ: ১৪ নভেম্বর ২০১৯, ৪:১২

বর্তমানে পেঁয়াজের দাম ২২০ টাকা কেজি। পেঁয়াজের দাম নিয়ে ক্ষোভ জানিয়েছেন সাধারণ মানুষ। পেঁয়াজের ঝাজ পড়েছে জাতীয় সংসদেও। পেঁয়াজের দাম বাড়ানোর সঙ্গে জড়িত ব্যবসায়ীদের ক্রসফায়ারের দাবি জানিয়েছেন সংসদ সদস্যরা।
কয়েকদিন পর মানুষ সিন্দুকে রেখে দিবে, উপহার হিসেবে দিবে, ছবি তুলে রাখবে আর তারপর পদ্মা সেতুতে দাঁড়িয়ে দুই হাতে দুটা পেঁয়াজ নিয়ে উন্নয়ন দেখবে ......পেটে লাথির উন্নয়ন ...পেঁয়াজের নতুন নাম দেয়া উচিত ‘উন্নয়ন’ ফল’।

উল্লেখ্য, ২৯ সেম্টেম্বর থেকে ভারত পেঁয়াজ রফতানি বন্ধ করে দিলে বাংলাদেশের বাজারে বাড়তে থাকে পেঁয়াজের দাম। বর্তমানে খুচরা বাজারে পেঁয়াজের দাম ২২০ টাকায় ঠেকেছে।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব