
প্রকাশ: ১৩ নভেম্বর ২০১৯, ২:২১

ভারতের নবগঠিত জাতীয় গরু কমিশন (কামধেনু আয়োগ) দেশটির সরকারের কাছে প্রস্তাব করেছে প্রতিটি শহর বা শহুরে অঞ্চলে ১০ থেকে ১৫টি বিশেষ জায়গা বরাদ্দ দেয়ার। খাঁটি দুধ পাওয়া এখন বেশ দুষ্করই বলতে হবে। বিশেষ করে শহুরে লোকজনের জন্য তো বটেই। শহরবাসী মানুষদের এমন সমস্যা সমাধানে উদ্যোগ নিতে যাচ্ছে ভারত সরকার।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব