
প্রকাশ: ১৩ নভেম্বর ২০১৯, ২২:৪১

বগুড়ার মহাস্থানে হজরত শাহ সুলতান মাহমুদ বলখী (রহ.) মাজারের ৮টি সিন্দুকের (দানবাক্স) টাকা দুই দিন ধরে গণনা করা হলো। গত তিন মাসে মানুষের দানকৃত টাকার পরিমাণ দাঁড়িয়েছে ২৬ লাখ ৯৭ হাজার ৭৭৭ টাকা। এ ছাড়া ওই দানবাক্সগুলো থেকে পাওয়া গেছে সোনার তৈরি ১৪টি নাক ফুল, কিছু স্বর্ণালংকার ও বিদেশি মুদ্রা। মাজার কমিটির কোষাধ্যক্ষ ওবায়দুর রহমান বুধবার এই তথ্য নিশ্চিত করে জানান, মঙ্গলবার সন্ধ্যার পর গণনা করা শেষ হয়েছে।
সুফি সাধক শাহ সুলতান এরপর মহাস্থানেই তার আস্তানা গড়ে তোলেন এবং সেখানেই তিনি দেহত্যাগ করেন। পরবর্তীতে তার মাজারকে কেন্দ্র করে মসজিদ নির্মিত হয়।

প্রতি বৈশাখ মাসের শেষ বৃহস্পতিবার তার মাজারে ওরস আয়োজন করা হয়। এদিন দেশ-বিদেশ থেকে সাধু-সন্ন্যাসী আর ধর্মপ্রাণ মানুষ আসেন মহাস্থান মাজার জিয়ারত করতে। এ ছাড়া বছর জুড়েই ঐতিহাসিক মহাস্থানগড় পরিদর্শনে আসেন দেশি-বিদেশি পর্যটকও মাজার জিয়ারত ও পর্যটন করতে আসেন। তাদের অনেকেই মাজারের চারদিকে রাখা সিন্দুকগুলোতে টাকা-পয়সা ও স্বর্ণালংকার দান করেন।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব