
প্রকাশ: ১১ নভেম্বর ২০১৯, ২২:৫৯

স্পেনে টমেটো উৎসব খুব জনপ্রিয়। তরুণ-তরুণীরা এক জায়গায় জড়ো হয়ে একে অন্যের দিকে পাকা টমেটো ছুড়ে এই উৎসব পালন করেন। যাকে বলা হয় ‘লা টমেটিনা’। তবে সেই উৎসবেরই ভারতীয় সংস্করণ করা হয়েছে! উৎসবটিকে অনেকেই ‘লা গোবরিনা’ বলেও অভিহিত করেছেন! তবে স্থানীয়ভাবে এর নাম ‘গোরাইহাব্বা’।
সেখানকার বাসিন্দাদের বিশ্বাস, গায়ে গোবর মাখলে ভালো স্বাস্থ্যের অধিকারী হওয়া যায়। ওই উৎসবে অংশ নেয়া প্রভু নামের সেখানকার এক বাসিন্দা বলেন, গোবরের প্রচুর ঔষধি গুণ রয়েছে। আমাদের গোবর ছোড়া দেখে অনেকে বলে সংক্রমণ ছড়াবে। কিন্তু ভগবান বীরেশ্বরার উপর বিশ্বাস রেখে আমরা গোবর নিয়ে খেলি। এতে আমাদের কোনও অসুবিধা হয় না।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব