
প্রকাশ: ৮ নভেম্বর ২০১৯, ৩:৫৭

চোখে তিনি দেখতে পান না। তাকে চলতে হয় মনের আলোয় আর অন্যের সহযোগিতায়। তবু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চলমান আন্দোলনে আছেন শারমিন। সরকার ও রাজনীতি বিভাগের দ্বিতীয় বর্ষের এই শিক্ষার্থীর আন্দোলনে অংশ নেয়ার ছবি ও খবর ভাইরাল সামাজিক যোগাযোগ মাধ্যমে। শারমিন বলেন, ‘শিক্ষক-শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার খবর শুনে আর বসে থাকতে পারিনি। আমার পরিবার থেকেও কোনো বাধা নেই। আসলে আমি এমন একটি পরিবারে জন্ম নিয়েছি, যারা সব সময় অন্যায়ের প্রতিবাদ করে এসেছে।’
শারমিন বলেন, ‘দুর্নীতির বিচার না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব। এই আন্দোলন ক্যাম্পাসকে বাঁচানোর আন্দোলন। আমাদের যে অনৈতিকভাবে হল বন্ধ করে দেওয়া হয়েছে এই সিদ্ধান্ত আমরা মানি না। অনতিবিলম্বে আমাদের হলগুলো খুলে দিতে হবে।’

আন্দোলনে অংশগ্রহণকারী রসায়ন বিভাগের ছাত্রী তাজরিন ইসলাম শারমিন সম্পর্কে বলেন, ‘আমরা আসলে শারমিনকে নিয়ে গর্বিত। ওর চোখে আলো নেই, কিন্তু সে আমাদের আলো দেখাচ্ছে। ওর আন্দোলনে অংশ নেয়া আমাদের শক্তি যোগাচ্ছে। দিনরাত ও আমাদের সঙ্গে থাকতেছে।’
ইনিউজ ৭১/টি.টি. রাকিব