
প্রকাশ: ২৯ অক্টোবর ২০১৯, ৪:১৯

বুধবার দুপুরে দুই টেস্ট ও তিন টি-টোয়েন্টি ম্যাচ খেলতে ভারতের উদ্দেশ্যে রওনা হবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। অথচ তার আগেরদিন অর্থাৎ মঙ্গলবার সন্ধ্যায় সবধরনের ক্রিকেট থেকে আগামী ১ বছর দূরে থাকা নিষেধাজ্ঞা পেলেন দলের অধিনায়ক সাকিব আল হাসান। স্বাভাবিকভাবেই এর প্রভাব পড়ছে পুরো দলে। এমন গুরুত্বপূর্ণ সফরের আগে দলের অধিনায়ক, সবচেয়ে সেরা তারকার এমন পরিণতি বাংলাদেশ দলের ভেতরেও নাড়া দিয়েছে প্রবলভাবে। এরই মাঝে সাকিবের প্রতি নিজের পূর্ণ সমর্থনের কথা জানিয়েছেন উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহীম।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব