প্রকাশ: ২৯ অক্টোবর ২০১৯, ২২:৮
মাটি থেকে ৯০ ফুট গভীরে আটকে ছিল ভারতের তামিলনাডুর তিরুচিরাপল্লির সুজিত উইলসন। গত কয়েক দিন ধরে বাঁচার লড়াই চালাচ্ছিল সে। কিন্তু শেষ পর্যন্ত তাকে হার মানতে হয়েছে। তার কাছে পৌঁছতে প্রাণপণ চেষ্টা করেছিল উদ্ধারকারী দল। সমান্তরাল ভাবে সুড়ঙ্গও খুঁড়েছিলেন তারা। তবে পাথুরে জমি হওয়ায় তাতে সময়ও লাগে অনেকটা।
সমান্তরাল সুড়ঙ্গ দিয়ে সুজিতের কাছে পৌঁছনোর আগেই তার মৃত্যু সম্পর্কে নিশ্চিত হয়ে যান উদ্ধারকারী দলের সদস্যরা। তামিলনাড়ুর ত্রাণ কমিশনার জে রাধাকৃষ্ণন বলেন, ২ বছরের ওই শিশুর দেহে পচন ধরেছে। আমরা তাকে উদ্ধারের জন্য আপ্রাণ চেষ্টা করেছিলাম। কিন্তু যে সুড়ঙ্গে সে পড়ে গিয়েছিল সেখান থেকে পচা গন্ধ বেরোতে থাকে। তার পর আমরা খোঁড়া বন্ধ করে দিয়েছি।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব