
প্রকাশ: ১১ অক্টোবর ২০১৯, ৪:৪৯

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ওয়ার্ড কাউন্সিলর হাবিবুর রহমান মিজান ওরফে পাগলা মিজানের বাসা থেকে ৬ কোটি ৭৭ লাখ টাকার ব্যাংক চেক, ১ কোটি টাকার স্থায়ী আমানত (এফডিআর) ও ২ লাখ নগদ টাকা উদ্ধার করেছে র্যাব। শুক্রবার (১১ অক্টোবর) বিকেলে রাজধানীর মোহাম্মদপুরের আওরঙ্গজেব রোডে মিজানের বাসায় অভিযান চালিয়ে এসব উদ্ধার করা হয় বলে নিশ্চিত করেছেন র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম।
১৯৮৯ সালে ধানমন্ডিতে বর্তমান প্রধানমন্ত্রীকে হত্যাচেষ্টায় জড়িত ছিলেন কাউন্সিলর মিজানঃ আওয়ামী লীগে যোগদানের পূর্বে ফ্রিডম পার্টির সাথে সম্পৃক্ত ছিলেন কাউন্সিলর মিজান ও তার ভাই মোস্তাফিজুর রহমান। ১৯৮৯ সালে ধানমন্ডিতে বর্তমান প্রধানমন্ত্রীকে হত্যাচেষ্টার ঘটনায় তাদের সম্পৃক্ততা ছিল বলে অভিযোগ রয়েছে। এই অভিযোগও তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম।

সূত্র জানায়, কয়েক দশক আগে এক মামলায় পুলিশের ধাওয়া খেয়ে পুকুরে ঝাঁপ দেন মিজান। পরে গ্রেফতার এড়াতে বিবস্ত্র অবস্থায় পুকুর থেকে উঠে আসেন তিনি। সেই থেকে তিনি 'পাগলা মিজান' নামে পরিচিতি পান। পরে ধীরে ধীরে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় তিনি গড়ে তোলেন মাদক ও ত্রাসের রাজত্ব। হত্যা, লুটপাটসহ নানা ধরনের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। শুক্রবার মিজানের বাসায় অভিযান চালানোর সময়ও স্থানীয়রা তার ফাঁসির দাবিতে স্লোগান দিয়েছেন।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব