
প্রকাশ: ১১ অক্টোবর ২০১৯, ২১:২২

ইতালিতে বাবার মৃত্যুর ৭ মিনিটের মাথায় এক শিশুর জন্ম হয়েছে। পর্যটননগরী ইতালির ভেনিস মেসত্রে পলিক্লিনিক হাসপাতালে এ রকম হৃদয়বিদারক ঘটনা ঘটে। জানা গেছে, চার মাস আগে খতিব মাওলানা নুরউদ্দিনের (৪১) ক্যান্সার ধরা পড়ে। এর পর দীর্ঘ চার মাস চিকিৎসাধীন থেকে অবশেষে ৭ অক্টোবর সোমবার স্থানীয় সময় দুপুরে তিনি মারা যান। তার বেদনাদায়ক অকাল মৃত্যুতে ভেনিসে প্রবাসী বাংলাদেশিদের মাঝে শোকের ছায়া নেমে আসে।
তিনি বলেন, ভাগ্য এমন যে, মাত্র মিনিটের জন্য একই হাসপাতালে পাশাপাশি রুমে থেকেও সদ্য ভূমিষ্ঠ সন্তানকে এক নজর দেখার সৌভাগ্য হলো না তার। ঘটনাটি আমাদের দারুণ কষ্ট দেয়। নুরউদ্দিনের দেশের বাড়ি সিলেট জেলার ওসমানীনগর থানায় বলে জানা গেছে। তিনি ভেনিস সেন্ট্রাল জামে মসজিদের সাবেক ইমাম ছিলেন। আগামী ১৩ অক্টোবর মেসত্রে পুরান মসজিদের সামনে তার জানাজা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে নুরউদ্দিনের স্বজনরা।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব