
প্রকাশ: ১০ অক্টোবর ২০১৯, ২২:৩১

বরগুনায় একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে নারী ও শিশুসহ ২ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে বরগুনা-বেতাগী আঞ্চলিক মহাসড়কের সোনারবাংলা নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় অন্তত ১২ জন আহত হয়েছেন। নিহতদের নাম-পরিচয় এখনও জানা যায়নি। আহতদের বরগুনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর থেকে পলাতক রয়েছেন বাসের চালক ও তার সহকারী। তাদের ধরতে অভিযান শুরু করেছে পুলিশ।
প্রত্যক্ষদর্শী আবদুস সোবহান জানিয়েছেন, বরগুনা থেকে বেতাগী যাওয়ার পথে সত্তার পরিবহনের একটি বাস সোনার বাংলা নামক এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশাকে পাশ কাটাচ্ছিলো। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি উল্টে খাদে পড়ে যায়। প্রথমে স্থানীয়রা এবং পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে। এ সময় উদ্ধারকারীরা পানিতে ডুবে থাকা বাসের ভেতর থেকে এক নারী ও এক শিশুর মরদেহ উদ্ধার করে। নিহত দুজনকে দেখে ধারণা করা হচ্ছে, তারা মা ও তার শিশু ছেলে।
বেতাগী থানার ওসি মো. কামরুজ্জামান মিয়া জানিয়েছেন, পানিতে ডুবে থাকা বাসের ভিতর থেকে এক নারী ও এক শিশুর মরদেহ উদ্ধার করা হলেও তাদের নাম-পরিচয় জানা যায়নি। বাসের চালক ও সহকারীকে ধরার জন্য অভিযান চলছে।

ইনিউজ৭১/জিয়া