
প্রকাশ: ৬ অক্টোবর ২০১৯, ২৩:২৫

যুবলীগের ঢাকা মহানগর দক্ষিণের বহিস্কার হওয়া সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট ‘অন্য লাইনে চলে গেছে’ বলে মন্তব্য করেছেন তার দ্বিতীয় স্ত্রী শারমিন চৌধুরী। রোববার (৬ অক্টোবর) সম্রাটকে গ্রেফতারের পর সময় টিভিকে দেয়া সাক্ষাৎকারে একথা বলেন তিনি। মহাখালীর ডিওএইচএস এর বাসায় থেকে সময় টিভির লাইভে শারমিন চৌধুরী বলেন, ও অন্য লাইনে চলে গেছে। তবে ক্যাসিনোর টাকা সে সংসারে খরচ করতো না। অবৈধ টাকা পরিবারের সদস্যদের দিত না।
সম্রাট অন্য লাইনে চলে গেছে মন্তব্য করে তিনি বলেন, ও আসলে অন্য লাইনে চলে গেছে। আর দল পালতে কিন্তু টাকা না দিলে ছেলেরা মিছিল-মিটিংয়ে আসতো না। সেজন্য বিশাল অংকের টাকা লাগতো। আমার মনে হয়, সে জন্যই সে ক্যাসিনোতে গেছে। সম্রাট ক্যাসিনোর অর্থ দলের জন্য খরচ করতো মন্তব্য করে তিনি বলেন, আপনারা জানেন দলের জন্য কী পরিমাণ খরচ করতো।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব