
প্রকাশ: ৬ অক্টোবর ২০১৯, ২১:৪০

আলোচিত যুবলীগের ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট দুটি বিয়ে করেছিলেন এবং ঢাকার মহাখালীতে দ্বিতীয় স্ত্রীর সঙ্গে থাকতেন। তবে গত ২ বছর ধরে তিনি সেখানে যেতেন না। এ সময় তিনি কাকরাইলের ভূঁইয়া ম্যানশনে নিজ কার্যালয়ে থাকতেন বলে সম্রাটের পারিবারিক একটি সূত্র থেকে জানা গেছে। এদিকে রোববার (৬ অক্টোবর) ভোরে কুমিল্লার চৌদ্দগ্রামের আলকরা ইউনিয়নের কুঞ্জুশ্রীপুর গ্রাম থেকে সম্রাট এবং তার সহযোগী আরমানক গ্রেফতার করে র্যাব। এরপর ঢাকায় নিয়ে এসে দুপুরে সম্রাটকে নিয়ে তার কাকরাইল কার্যালয়ে অভিযান শুরু করে র্যাব।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব