
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০১৯, ২২:২৬

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ‘জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী ক্লাবে জুয়ার আসর থেকে ১৮০ কোটি টাকা আয় করেন’ মন্তব্য করে সাময়িক বরখাস্ত হওয়া ১৩ এপিবিএন (আর্মড পুলিশ ব্যাটালিয়ন)-এর পরিদর্শক মাহমুদ সাইফুল আমিনের পক্ষে আইনি লড়াই চালাবেন বলে জানিয়েছেন ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে সাইফুল আমিনের পক্ষে আইনি লড়াইয়ের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন তিনি।
এরআগে, গত ২০ সেপ্টেম্বর ফেসবুকে দেওয়া এক পোস্টে পুলিশ কর্মকর্তা সাইফুল দাবি করেন, হুইপ সামশুল হক চৌধুরী ক্লাবে জুয়ার আসর থেকে ১৮০ কোটি টাকা আয় করেছেন। পরে গত ২৪ সেপ্টেম্বর সাইফুলকে সাময়িক বরখাস্ত করা হয়। পুলিশের ভারপ্রাপ্ত ইন্সপেক্টর জেনারেল ড. মো. মইনুর রহমান চৌধুরীর সই করা আদেশে এই বরখাস্তের কথা জানানো হয়। বরখাস্ত থাকার সময় সাইফুল রংপুর রেঞ্জের ডিআইজি কার্যালয়ে সংযুক্ত থাকবেন বলে জানানো হয়।
