
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০১৯, ১৮:৪০

শাসকদল আওয়ামী লীগের ক্ষমতাসীন এমপি নুরুন্নবী শাওনকে গ্রেপ্তারের প্রক্রিয়া শুরু করেছে আইন প্রয়োগকারী সংস্থা এবং গোয়েন্দা সংস্থাগুলো। আইনপ্রয়োগকারী সংস্থার একাধিক সূত্র নিশ্চিত করেছে যে তার বিরুদ্ধে টেন্ডারবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ডসহ নানারকম অপকর্মের সুস্পষ্ট অভিযোগ আছে। এক সময় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সমস্ত টেন্ডারের একক নিয়ন্ত্রক ছিলেন নুরুন্নবী শাওন। এছাড়াও তার বিরুদ্ধে ভূমিদখলসহ নানারকম অভিযোগ রয়েছে।
ইতিমধ্যেই তার ব্যাংক হিসাব তলব করেছে এনবিআর (জাতীয় রাজস্ব বোর্ড)। গোয়েন্দা সূত্রগুলো বলছে যে, শুদ্ধি অভিযানে আওয়ামী লীগের অভিযুক্তদের যে তালিকা রয়েছে, সেখানে প্রথম দিকে এই এমপির নাম রয়েছে। কিছু আনুষ্ঠানিকতা শেষ হলেই তার বিরুদ্ধে অ্যাকশন শুরু হবে। এখন গোয়েন্দা নজরদারিতে রয়েছেন নুরুন্নবী শাওন।
অভিযোগ রয়েছে যে এই নেতার বন্ধু সম্রাটের সঙ্গে হাত মিলিয়ে দেশের হাজার কোটি টাকা পাচার করেছেন বিদেশের মাটিতে। তাঁরা ঘন ঘন কেন যেতেন সিঙ্গাপুর দুবাইতে তা নিয়ে খতিয়ে দেখবেন আইন প্রয়োগকারী সংস্থা। মূলত সারাদেশে নানা অন্যায় অবিচার এর জন্ম দিয়ে ক্ষমতাসীন দলের ভাবমূর্তি নষ্ট করা ছাড়াও বিপুল পরিমান দেশের অর্থ তাঁরা পাচার করেছেন বলে অভিযোগ রয়েছে।

ইনিউজ ৭১/এম.আর