
প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০১৯, ৪:২৬

চাঁদাবাজি ও টেন্ডারবাজির অভিযোগে বিপুল পরিমাণ অস্ত্র, মাদক ও অর্থসহ গ্রেফতার যুবলীগ নেতা পরিচয়ধারী এস এম গোলাম কিবরিয়া শামীম ওরফে জি কে শামীমের ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স জি কে বিল্ডার্স। এ প্রতিষ্ঠানের হাতে প্রকল্প যাওয়া মানেই ধাপে ধাপে ব্যয় বৃদ্ধি। এমনকি প্রকল্পের কাজ কমিয়ে দেওয়ার পরও ব্যয় বাড়ানোর নজির গড়েছে প্রতিষ্ঠানটি। শামীমকে গ্রেফতার করার পর সংশ্লিষ্ট দপ্তর ও পর্যায়ে কথা বলে এ তথ্য জানা গেছে।টেন্ডার কিং হিসেবে পরিচিত শামীম গ্রেফতার হওয়ার পর তার সম্পর্কে একের পর এক নানা চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে। সূত্র বলছে, জি কে শামীমের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত এক ব্যক্তি দীর্ঘদিন ধরেই পূর্ত মন্ত্রণালয়ে দাপটের সঙ্গে ঘোরাফেরা করেন। তার নাম জিয়া। অথচ তিনি পূর্ত মন্ত্রণালয়ের কোনো কর্মকর্তা বা কর্মচারী নন। আবার তিনি কোনো রাজনৈতিক নেতাও নন।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব