The couple and a pic of her injuries from that night

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০১৯, ২২:৩৭

এ যেন আইনের রক্ষকের হাতেই আইন ভাঙার নজির! সোশ্যাল মিডিয়ায় ছড়ানো একটি ভিডিয়োয় দেখা গিয়েছে, বাড়ির বৈঠকখানায় এক মহিলার উপর অত্যাচার করছেন তিন জন। ওই তিন জনের মধ্যে একজন প্রাক্তন বিচারপতি। যদিও অভিযোগ অস্বীকার করেছেন সেই প্রাক্তন বিচারপতি। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে এমন দু’টি ভিডিয়ো ক্লিপ। দেখা যাচ্ছে, এক গৃহবধুকে বিছানা, মেঝেতে ফেলে, টেনে-হিঁচড়ে মারধর করা হচ্ছে। আর তাঁর দুধের শিশু মাকে বাঁচানোর চেষ্টা করছে। আর একটি শিশুও সেখানে চলে এসেছে। পরে তাকে সরিয়ে দেওয়া হয় সেখান থেকে।
তবে অভিযুক্ত প্রাক্তন বিচারপতির দাবি, সিন্ধু আত্মহত্যার চেষ্টা করছিলেন। তাই তাঁকে বাঁচানোর চেষ্টা হচ্ছিল। ওই দিন সিন্ধুর পোশাকের তলার কীটনাশক লুকিয়ে রেখেছিলেন বলে দাবিপ্রাক্তন বিচারপতির। সিন্ধুর বিরুদ্ধে সম্পত্তি হাতানোর চেষ্টারওঅভিযোগ করেছেন ওই প্রাক্তন বিচারপতি নুটি রামমোহন রাও।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব