
প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০১৯, ৫:৩

ত্রিদেশীয় সিরিজে আজই (শুক্রবার) ছিল জিম্বাবুয়ের শেষ ম্যাচ। তাদের জন্য ঢাকায় হোটেল বুকিং দেওয়া আছে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত। তবে নির্ধারিত সময়ের চেয়ে আরও দুই দিন বেশি থাকতে হবে তাদের। কিন্তু বাড়তি দুই দিনের হোটেল ভাড়া দেওয়ার টাকা নেই জিম্বাবুয়ের কাছে! এই সমস্যা সমাধানে এগিয়ে এসেছে বিসিবি। বাংলাদেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা জিম্বাবুয়ে দলের সামনের কয়েকদিনের হোটেল ভাড়াসহ সব খরচ বহন করার সিদ্ধান্ত নিয়েছে। শুক্রবার বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন বিষয়টি নিশ্চিত করেছেন।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব