
প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০১৯, ১৯:৫২

বিতর্কের বাইরে আসতে পারছেন না ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী। গত শনিবার (৭ সেপ্টেম্বর) বিতর্কিত কর্মকাণ্ডের কারণে গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার ও সংসদীয় মনোনয়ন বোর্ডের যৌথসভায় ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদকের বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই সভায় প্রধানমন্ত্রী শোভন-রাব্বানীর নেতৃত্বাধীন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি ভেঙে দেওয়ারও নির্দেশ দিয়েছেন বলে সংবাদ প্রকাশ হয়েছিল। এরপর থেকে শোভন রাব্বানীর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ প্রকাশিত হচ্ছে।
জানা যায়, গত কয়েকদিন আগে ইসলামী বিশ্ববিদ্যালয়ে কমিটি দেয়ার ক্ষেত্রে ৪০ লাখ টাকা লেনদেনের একটি অডিও ভাইরাল হয়। আর, শুক্রবার ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ জয়নুল আবেদিন রাসেল। তিনি তার পোস্টে সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে জবি ছাত্রলীগের কমিটি করে দেয়ার জন্য অর্থ দাবি, জবি ক্যাম্পাসে বালু ভরাটের চাঁদা দাবি, ইবিতে কমিটি দেয়ার বিনিময়ে ৪০ লাখ টাকা লেনদেন, কিছু শাখা ও উপজেলা শাখায় অর্থের বিনিময়ে কমিটি ঘোষণা ও অধিকাংশ শাখার পূর্ণাঙ্গ কমিটি না দেয়ার অভিযোগ তুলেছেন।

