
প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০১৯, ৩:২১

ইন্ডিয়ান এক্সপ্রেসের একটি টকশোতে আলোচনা করছিলেন কয়েকজন। এরমধ্যে একজন ছিলেন শঙ্কর লাল। তিনি অখিল ভারতীয় গো সেবা সংঘের সভাপতি। এ সংগঠনটি ভারতীয় রাষ্ট্র সংঘ বা আরএসএসের ঘনিষ্ট। আলোচনার এক পর্যায়ে গোরক্ষা নিয়ে কথা উঠলো। তখন গরুর সম্ভাব্য উপকারিতা নিয়ে বলতে শুরু করলেন শঙ্কর লাল। এক পর্যায়ে বললেন, গোমূত্র ও গোবর ক্যান্সার সহ নানান রোগের প্রতিষেধক হিসেবে কাজ করে। একইসাথে গরুর গোবর দিয়ে রেডিয়েশন প্রতিরোধও সম্ভব। সাধারণ রেডিয়েশন তো বটে, শঙ্কর মনে করেন, পরমাণু বোমার রেডিয়েশন থেকে বাঁচতেও কাজ দেয় এই গোবর। নিজের বক্তব্যকে শক্ত করতে এই গোরক্ষক আরও দাবি করেন, মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা ‘নাসা’র গবেষণায় নাকি বিষয়টি প্রমাণিত।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব