
প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০১৯, ১৬:৪৫

সন্তান, সে ছেলে বা মেয়ে যা-ই হোক পরম মমতায় বড় করে তোলেন বাবা-মা। আর তা করতে গিয়ে তাদের অনেক ত্যাগ স্বীকার করতে হয়। তাই তো সন্তানদের নিয়ে অনেক আশা-স্বপ্ন বুনেন তারা। সন্তান বড় হবে, চাকরি-বাকরি করবে, দেখেশুনে বিয়ে দেবে। আরো কতো কি?
তবে ওই সন্তানই যদি বড় হয়ে মা-বাবার মায়ার বাঁধন ছেড়ে চলে যায় অন্য কারো হাত ধরে! কেমন লাগে তাদের? সে অনুভূতিই জানিয়েছে এক বাবা। তার মেয়ে প্রেমিকের হাত ধরে পালিয়ে গেছে। ঘটনাটি ভারতের চব্বিশ পরগনার বারাসাতে ঘটেছে। যা সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছে।
ফেসবুক থেকে সংগৃহীত মেয়েকে নিয়ে বাবার মর্মস্পর্শী কথাগুলো হুবহু তুলে ধরা হলো:
আমি জানি মা তোদের সব সন্তানদের একটা প্রশ্ন বাবারা কেন তাদের ভালো লাগাটাকে সহজে মানতে চায় না। উত্তরটা তোর ঘাড়ে তোলা থাকলো, তুই যেদিন মা হবি সেদিন নিজে নিজে উত্তরটা পেয়ে যাবি। তোরা যখন একটা ছেলের হাত ধরে পালিয়ে যাস তখন ওই ছেলে ছাড়া জীবনে কারও প্রয়োজন বোধ করিস না। কিন্তু একটা বাবা বুঝে তার জীবনে নিজের মেয়েটার কতটা প্রয়োজন। যেদিন তোর দাদুর কাছ থেকে তোর মাকে গ্রহণ করেছিলাম সেদিন প্রতিজ্ঞা করেছিলাম যে, যদি মেয়ে হয় তাহলে, নিজের মেয়েটাকে তার স্বামীর হাতে তুলে দিয়ে কণ্যা দানের দায়িত্ব থেকে নিজেকে হালকা করবো। তাই তোর প্রতি এত অভিমান।

মা’রে বাবার উপর রাগ করিস না। তোরা যদি অল্প দিনের ভালোবাসার জন্য ঘর ছেড়ে পালাতে পারিস, তবে আমরা বিশ বছরের ভালোবাসার জন্য বেপরোয়া হব না কেন?? বাবারা মেয়ে সন্তানের জন্মের পর চিন্তা করতে থাকে নিজের মেয়েটাকে সুপাত্রের হাতে তুলে দিতে পারবে তো। আর যৌবনে পা রাখার পর চিন্তা করে কোন প্রতারনার ফাঁদে পরে পালিয়ে যাবে না তো। তাই মেয়েদের প্রতি প্রত্যেকটা বাবার এতটা নজরদারী। যদি মন কাঁদে চলে আসিস বুক পেতে দেব। হয়তো তোর মায়ের মতো তোকে পেটে ধরিনি, তবে পিঠে ধরার যন্ত্রণাটা সহ্য করতে পারছি না।
ইতি তোর জন্মদাতা “পিতা”