
প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০১৯, ২১:৪৩

জুনে একটি ভিডিও ভাইরাল হয়। এতে দেখা যায়, এক মুসলিম যুবককে বেধড়ক পেটানো হচ্ছে। এ নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। সংবাদে বলা হয়, ‘জয় শ্রীরাম’ না বলায় ওই যুবককে টানা ১৮ ঘন্টা ধরে নির্যাতন করা হয়। মারধরের একপর্যায়ে তাকে জয় শ্রীরাম বলতে বাধ্য করা হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় চারদিন পরে ওই যুবকের মৃত্যু হয়। মৃত ওই মুসলিম যুবকের নাম তাবরেজ আনসারি। আর অকথ্য এই নির্যাতনের ঘটনা ঘটছে ভারতের ঝাড়খণ্ডে। ঘটনার অনেক পরে ঘটনাস্থলে আসে পুলিশ। পরে চুরির অভিযোগে তাবরেজকে গ্রেফতার দেখিয়ে আদালতে তোলা হয়।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব