
প্রকাশ: ৯ সেপ্টেম্বর ২০১৯, ৩:৪

বিয়ের দাবিতে ১০ দিন ধরে ঠাকুরগাঁওয় সদর উপজেলার রুহিয়া পশ্চিম ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সাজেদুল ইসলাম সজলের (২৫) বাড়িতে অনশন করছে এক তরুণী। গত ৩১ অগাস্ট থেকে ওই তরুণী তাদের বাড়িতে অবস্থান নিয়েছেন বলে নিশ্চিত করেছেন সজলের বাবা হামিদুল ইসলাম। ওই তরুণী বলেন, বিয়ের প্রলোভন দেখিয়ে সজল আমার সঙ্গে দৈহিক সম্পর্ক গড়ে তোলে। এরপর আমি তাকে বিয়ে করতে বললে সে তাতে রাজি না বলে জানান। তাই আমি তার বাড়িতে বিয়ের দাবিতে অনশন শুরু করেছি। আমি তাকে বিয়ে করবো। অন্যথায় এখানেই আমি আমার শেষ নিঃশ্বাস ত্যাগ করবো।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব