দেশে করোনায় শনাক্ত বেড়েছে, মৃত্যু নেই

নিজস্ব প্রতিবেদক
বিশেষ প্রতিবেদক - স্বাস্থ্য বিভাগ
প্রকাশিত: বুধবার ২৯শে জুন ২০২২ ০৭:৪৭ অপরাহ্ন
দেশে করোনায় শনাক্ত বেড়েছে, মৃত্যু নেই

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় কারও মৃত্যু না হলেও ২ হাজার ২৪১ জনের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়েছে।


বুধবার (২৯ জুন) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।


এর আগে, গতকাল (মঙ্গলবার) করোনায় তিনজনের মৃত্যু হয়েছে এবং দুই হাজার ৮৭ জনের দেহে ভাইরাসটি শনাক্ত হয়েছে।


বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১৫২ জন। নমুনা সংগ্রহ করা হয়েছে ১৪ হাজার ৯১২টি এবং পরীক্ষা করা হয়েছে ১৪ হাজার ৭১২টি। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৫ দশমিক ২৩ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৭৫ শতাংশ।


দেশে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ১৯ লাখ ৭১ হাজার ৬০২ জন। মৃত্যু হয়েছে ২৯ হাজার ১৪৫ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৯ লাখ ৭ হাজার ২১৯ জন।


উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের দেহে করোনা শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে প্রথম করোনায় একজনের মৃত্যু হয়।