রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ওয়ার্ডে আরও ১০ জনের মৃত্যু হয়েছে।
রোববার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় তাদের মৃত্যু হয়।
এদের মধ্যে রাজশাহীর ৪ জন, চাঁপাইনবাবগঞ্জের ৩ জন, নওগাঁ, নাটোর ও কুষ্টিয়ার একজন করে রয়েছেন।
৬ জন করোনা পজিটিভ, ৩ জন উপসর্গ নিয়ে এবং একজন নেগেটিভ হবার পর মারা যান।
রামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘন্টায় করোনা ওয়ার্ডে নতুন রোগী ভর্তি হয়েছেন ২৭ জন। এনিয়ে ২৮৬ বেডের বিপরীতে মোট ভর্তি রোগী আছেন ১৪৫ জন।
এর আগেরদিন রাজশাহীর দুটি পিসিআর ল্যাবে রাজশাহী জেলার ৪০২ টি নমুনা পরীক্ষায় ৩৮ জনের করোনা পজিটিভ আসে। রাজশাহীতে শনাক্তের হার ৯ দশমিক ৪৫ শতাংশ।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।