প্রকাশ: ২৭ জুন ২০২১, ২:১৬
পটুয়াখালীর কলাপাড়ায় করোনা আক্রান্ত হয়ে উপজেলা নির্বাচন কার্যালয়ের অফিস সহায়ক শহীদুল ইসলাম (৪৫) এর মৃত্যু হয়েছে।
রবিবার সকাল ৬ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মৃত শহীদুল ইসলাম গোপালগঞ্জ জেলার বাশবাড়িয়া এলাকার মুজিবুর রহমানের ছেলে। এ উপজেলায় মোট সনাক্ত হয়েছে ৪’শ জন। এর মধ্যে ৯ জনের মৃত্যু হয়েছে বলে উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্র জানা গেছে ।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. চিনময় হালদার সাংবাদিকদের জানান, সে গত শুক্রবার (২৫ জুন) করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়। শনিবার তার নমুনা সংগ্রহ করে পরিক্ষা করলে করোনা সনাক্ত হয়। রবিবার সকালে তার মৃত্যু হয়।