প্রকাশ: ৪ আগস্ট ২০২১, ০:১
বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে করোনায় ৬ জন এবং উপসর্গে ৯ জনের মৃত্যু হয়েছে। করোনা আক্রান্ত হয়ে মৃতদের মধ্যে ভোলা জেলায় ২ জন, বরিশাল ২জন, পটুয়াখালী ও ঝালকাঠী জেলায় ১ জন করে রয়েছে। শেরেবাংলা মেডিকেলে এ তথ্য বিভাগীয় স্বাস্থ্য পরিচালক এবং শেরেবাংলা মেডিকেলের পরিচালকের দপ্তর থেকে পাওয়া।
শেরেবাংলা হাসাপাতালে নতুন ৪০ জন নিয়ে আজ ভর্তি রোগির সংখ্যা ৩৪৯ জন। এরমধ্যে অবজারভেশনে ২২৫ এবং করেনা ওয়ার্ডে চিকিৎসা নিচ্ছে ১২৪ জন।
জেনালের হাসপাতালে ২২ শয্যার বিপরীতে রোগি ভর্তি আছে ৩৩ জন। এরমধ্যে ১ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার। পিসিআর ল্যাবে ১৮৮ টেস্টে ৭৪ জনের পজেটিভ এসছে এই হার ৩৯.৩৬।
বরিশাল জেলায় নতুন ৩৩৭ জনের দেহে করেনা সনাক্ত হয়েছে। এরমধ্যে নগরীতে ১৭৩ জন। নতুন আক্রান্তের সংখ্যা বরিশাল জেলার পর ভোলা জেলা যেখানে ১৮২ জন আক্রান্ত হয়েছে।