প্রকাশ: ৩০ জুন ২০২১, ২৩:৫৯
আশাশুনিতে করোনা ভাইরাসের ২য় ঢেউয়ে এ পর্যন্ত ১৪৫ জনের করোনা পজেটিভ রিপোর্ট এসেছে। ২৯ জুন নতুন করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাসহ আরও ৯ জনের পজেটিভ রিপোর্ট এসেছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানাগেছে, মঙ্গলবার উপজেলায় ৯ জনের করোনা পজেটিভ রিপোর্ট এসেছে।
তারা হলেন, আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুদেষ্ণা সরকার (৩৯), শ্রীউলা ইউনিয়নের পুইজালা গ্রামের ব্যংকার আদম আলি (৫৬), আশাশুনি গ্রামের জাকিয়া (৫৫), একই গ্রামের ইয়াছমিন (১২), মাহফুজা (৫০) ও তাহেচ্ছেল (২৪), শোভনালী ইউনিয়নের বৈকরঝুটি গ্রামের ফতেমা (৬০),
প্রতাপনগর ইউনিয়নের কোলা গ্রামের সেফাত (২১), বুধহাটা গ্রামের এমডি গফফার (৬০)। এনিয়ে আশাশুনি উপজেলায় ১৪৫ জনের করোনা পজেটিভ রিপোর্ট এসেছে।