নাটোরে আরো ১৬১ জন করোনায় আক্রান্ত, ৭জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: মঙ্গলবার ২৯শে জুন ২০২১ ০৫:৪৯ অপরাহ্ন
নাটোরে আরো ১৬১ জন করোনায় আক্রান্ত, ৭জনের মৃত্যু

নাটোরে গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন করে আরো ১৬১ জন আক্রান্ত হয়েছে। ৫৭০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। সংক্রমণের হার ২৮.২৪ শতাংশ।


যা গতদিনের চেয়ে ৮.৪৩ শতাংশ কম। জেলায় মোট আক্রান্ত ৩৭১৫ জন। সুস্থ হয়েছেন ১৭১৫ জন। হোম কোয়ারেন্টাইনে রয়েছেন ১৭২৩জন। সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৭০ জন।


নতুন করে গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত ও উপসর্গে ৭জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঁচজন এবং নাটোর সদর হাসপাতালে দুইজন। নাটোর সদর হাসপাতালে মৃতদের মধ্যে রেজিয়া (৬২) নামে এক নারী করোনায় এবং মজিবর (৬০) নামে এক বৃদ্ধ উপসর্গে মারা যায়। এনিয়ে জেলায় মোট ৫০ জনের মৃত্যু হয়েছে। এদিকে শুধুমাত্র জুন মাসেই মারা গেল প্রায় ২৮ জন মানুষ।


গত ৯ জুন থেকে ২২জুন পর্যন্ত দু’দফায় নাটোর পৌরসভা ও সিংড়া পৌর এলাকা কঠোর বিধিনিষেধের আওতায় ছিল। করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় আরও এক সপ্তাহের জন্য আগের দুটি পৌর এলাকাসহ গুরুদাসপুর, গোপালপুর, বড়াইগ্রাম, বনপাড়া, বাগাতিপাড়া, নলডাঙ্গা পৌর এলাকায় কঠোর বিধিনিষেধ চলছে।