প্রকাশ: ২৪ মে ২০২১, ১১:৪১
ভারতে মহামারি করোনাভাইরাসের দৈনিক সংক্রমণ কমতে শুরু করেছে। তবে মৃত্যুর হার ক্রমশ বাড়ছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে আরো ৪ হাজার ৪৫৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ৩ লাখ ছাড়ালো। সোমবার (২৪ মে) এ খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স।
ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত একদিনের ব্যবধানে নতুন করে আরো ২ লাখ ২২ হাজার ৩১৫ জনের শরীরে কোভিড-১৯ শনাক্ত করা হয়েছে। এ নিয়ে শনাক্তকৃত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো ২ কোটি ৬৭ লাখ ৫২ হাজার ৪৪৭ জন। একই সময়ে মৃত্যুবরণ করেছেন ৪ হাজার ৪৫৪ জন। এখন পর্যন্ত মোট মৃত্যু ৩ লাখ ৩ হাজার ৭২০।
এদিকে, বিভিন্ন দেশের সরকারি হিসেব মতে সারা বিশ্বে করোনায় মৃতের সংখ্যা ৩৪ লাখ। কিন্তু করোনায় বিশ্ব জুড়ে কমপক্ষে ৬০-৮০ লাখ মানুষের মৃত্যু হয়ে থাকতে পারে বলে দাবি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
বার্তা সংস্থা রয়টার্সের বরাতে জানা যায়, বিশ্ব স্বাস্থ্য সংস্থার দাবি, অনেক দেশ মৃতের তথ্য গোপন করেছে। ‘যা করোনার সঙ্গে যুক্ত মৃত্যুর ক্ষেত্রে হিসাবে গরমিল করেছে। ফলে এই মুহূর্তে আমাদের কাছে যে তথ্য রয়েছে তা সঠিক নয়। আসলে তার দ্বিগুণ বা তিন গুন মৃত্যু হয়েছে’।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী চলতি বছর ২১ মে পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে বিশ্বে ৩৪ লক্ষ মানুষের মৃত্যু হয়েছে। কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে মৃত্যুর আসল সংখ্যাটা তার প্রায় দ্বিগুণ থেকে তিনগুণ।