ভারতের কর্নাটকের তাজসুলতালপুর শহরে বৃহস্পতিবার সূর্যগ্রহণের সময় ১০ শিশুকে মাটিতে পুঁতে রাখার ঘটনা ঘটেছে। যা ভারতে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।
ভারতের গণমাধ্যমে বলা হয়, শিশু সন্তানের রোগ সারাতে পরিবারের পক্ষ থেকে সূর্যগ্রহণের সময় তাদের মাটিতে পুঁতে রাখা হয়। বাইরে থাকে শুধু মাথাটি। সূর্যগ্রহণের প্রায় ঘণ্টা তাদের এভাবে রাখা হয়।
খবর জানাজানি হতেই ঘটনাস্থলে গিয়ে পৌঁছায় কলবুর্গির ডেপুটি কমিশনার বি শরৎ। তিনি জানিয়েছন, খবর পেয়েই এলাকায় পাঠানো হয় পুলিশ। এরপর শিশু উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
একইভাবে মা বাবার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বলে জানায় ভারতীয় সংবাদমাধ্যম। সম্প্রতি এই ধরনের কুসংস্কার দূর করতে জেলা প্রশাসক সচেতনতামূলক প্রচারের সিদ্ধান্ত নিয়েছে।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।