প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০১৯, ২১:৩০
প্রচণ্ড শীতে বিপাকে হতদরিদ্র মানুষ! কম্বল দিবো কেডা? শিরোনামে ই-নিউজ৭১-এ জাতীয় অনলাইন পত্রিকায় সংবাদ প্রকাশের পর তরুণ ব্যবসায়ী ও সমাজসেবক সরাইল সম্রাট ফার্নিচারের সত্ত্বাধিকারী মোহাম্মদ ফয়সাল আহমেদ মৃধা দুলালের দৃষ্টিগোচর হলে হত দরিদ্র বৃদ্ধা ও অসহায় শিশুদের হাতে কম্বল তুলে দেন। সরাইল উপজেলায় প্রচণ্ড শীতের কারণে বৃদ্ধাও শিশুরা অসহায়, গরম কাপড়ের অভাবে হতদরিদ্র মানুষ বেশি কষ্ট পাচ্ছে।
বুধবার (২৫ ডিসেম্বর) বিকালে উপজেলার সদরে হাসপাতাল মোড়ে সম্রাট ফার্নিচারের সামনে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন, সরাইল সম্রাট ফার্নিচারের মালিক ও হৃদয়ে সরাইল সংগঠনের আহবায়ক কানাডা প্রবাসী মোঃ ফয়সাল আহমেদ মৃধা দুলালও ই-নিউজ৭১ সরাইল প্রতিনিধি ও সরাইল উপজেলা রিপোর্টার্স ইউনিটি সাধারণ সম্পাদক মোঃ তাসলিম উদ্দিন।
কম্বল পেয়ে খুশিতে বৃদ্ধা মতি মিয়া ও মোসলেম উদ্দিন বলেন, এই বয়সে এত ঠান্ডা সহ্য করতে পারিনা গরম কাপড় নেই। তিনি আমাদেরকে কম্বল দিয়ে অনেক বড় উপকার করেছে। দোয়া করি আল্লাহ যেন ওনাকে সুস্থ এবং ভালো রাখে। এতে এলাকাবাসী সমাজ সেবক ও গণমাধ্যমের প্রশংসা করে।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব