স্বামী থাকা সত্ত্বেও আবার গাছকে বিয়ে করলেন দুই সন্তানের জননী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: বুধবার ১১ই সেপ্টেম্বর ২০১৯ ০৪:৩৪ অপরাহ্ন
স্বামী থাকা সত্ত্বেও আবার গাছকে বিয়ে করলেন দুই সন্তানের জননী

ইংল্যান্ডের ছোট্ট শহর লিথারল্যান্ড। অল্প কয়েকজন অধিবাসীর এই ছোট্ট শহরের অনেক কিছুই ছবির মতো। সেখানে অনেক ঘটনাই ঘটে যা সিনেমার গল্পকেও হার মানায়। সম্প্রতি শহরটির এক নারী অধিবাসী একটি প্রাচীন বৃক্ষকে বিয়ে করে চমকে দিয়েছেন পুরো বিশ্বকে। বিয়ের অনুষ্ঠানে প্রথা মেনেই ওই নারী পরেছিলেন জলপাই রঙের একটি জমকালো পোশাক। তাতে জুতা থেকে শুরু করে অলংকার সব কিছুতেই ছিল গাছের মতো সবুজের ছোঁয়া। একজন পাদ্রি বিয়ের মন্ত্রও পাঠ করান।

বিয়ের আনুষ্ঠানিকতা শেষে দুই সন্তানের ওই জননী জানান, এবার নিজের নামের সঙ্গে উদ্ভিদটির নাম জুড়ে দিতে যাচ্ছেন তিনি। ৩৪ বছর বয়সী কেট কানিংগ্রাম নামের ওই নারী এলডার বৃক্ষটির নাম অনুসারে নিজের নতুন নাম নিচ্ছেন, কেট রোজ এলডার। ব্রিটিশ সংবাদমাধ্যম মিরর-এর এক প্রতিবেদেন বলা হয়েছে, চলতি সপ্তাহেই ওই নারী পরিবারের অন্য সদস্যদের উপস্থিতিতে ধর্মীয় রীতিতেই বিয়ে করেন শহরটির রিমরোজ ভ্যালি পাকের বর্ষীয়ান এলডার বৃক্ষটিকে। 

কেট কানিংগ্রাম জানান, বিষয়টিকে অনেকে পাগলামি হিসেবে দেখলেও তিনি সচেতনভাবেই গাছটিকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছেন। এ জন্য তার দুই ছেলে প্রথমে মন খারাপ করে। তবে পরে তারা বিষয়টি মেনে নিয়েছে এবং বিয়ের অনুষ্ঠানেও উপস্থিত ছিল। আর স্বামী এই বিয়েতে শুরু থেকেই উৎসাহ দিয়েছেন তাকে। তিনি জানান, শহর কর্র্তৃপক্ষ পার্কটির ওপর দিয়ে নতুন একটি বাইপাস সড়ক নির্মাণের উদ্যোগ নিয়েছে। তাদের এই উদ্যোগ বাস্তবায়ন হলে পার্কের পরিবেশ-প্রতিবেশের ভয়ানক ক্ষতি হবে।

এছাড়া আরও অনেক এলাকার গাছও কাটা পড়বে। যার কারণে পুরো শহরের ইকো সিস্টেম হুমকির মুখে পড়তে পারে। সেই প্রতিবাদ জানাতেই এই অভিনব বিয়ের আয়োজন করছেন তিনি। আর মানুষ যেন ঘটনাটি মনে রাখে সেই কারণে নিজের নামও বদল করতে চান তিনি।  কেট বলেন, বাইপাস সড়ক হওয়ার বিষয়টি সবাই জানেন। কিন্তু তাতে কারও কোনো ভ্রক্ষেপ নেই। সকলে সচেতন হলেই আমাদের প্রকৃতিকে বাঁচাতে পারব। আর সচেতনতা বাড়ানোর জন্যই প্রিয় গাছটিকে বিয়ে করেছেন। 

ইনিউজ ৭১/টি.টি. রাকিব